শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Wednesday, April 2, 2014

মুহাম্মদ আনোয়ার শেইখ:জঙ্গি থেকে লেখক ও চিন্তাবিদ

যার ছবিটি দেখছেন তাঁর নাম ছিল মুহাম্মদ আনোয়ার শেইখ।তিনি একজন পাকিস্তানি বংশোদ্ভুদ ব্রিটিশ লেখক।তিনি ওয়েলসের কার্ডিফে বসবাস করতেন।

১৯২৮ সালের ১লা জানুয়ারি আনোয়ার শেইখ পাঞ্জাবের এক ধর্মপ্রাণ এবং মৌলবাদী সুন্নি মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।১৯৪৭ সালের ভারত বিভাগের সময়কার সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ সময়ে আনোয়ার এবং তাঁর পিতা একদিনে দুই জন শিখকে হত্যা করেন।পরবর্তীতে আনোয়ার আরও একজন শিখকে হত্যা করে।তার শৈশব এবং যৌবন এভাবেই জঙ্গিবাদী মুসলিম চরিত্রই প্রকটভাবে ফুটে ওঠে তার বাবা এবং পরিবারের কারনে।

কিন্তু যখন তিনি ২৫ বছর বয়স অতিক্রম করেন এই বিদ্বেষপূর্ণ মতবাদ ইসলাম সম্পর্কে তাঁর অনাস্থা জেগে ওঠে এবং মানসিক ভাবে অশান্তিতে ভুগতে থাকেন।তাঁর পূর্বের করা অপরাধ তাঁর ভিতর তীব্র অনুশচনা সৃষ্টি করে। জিহাদের নামে এভাবে মানুষ হত্যা তাঁকে ইসলাম নিয়ে ঘৃণার অনুভুতি জাগিয়ে তোলে এবং ইসলামের অসারতা সম্পর্কে বুঝতে শুরু করেন।তিনি জীবনের উদ্দ্যেশ্য এবং সত্য ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন। এরই মাঝে তিনি যুক্তরাজ্যে অভিবাসী হিসেবে বসবাস শুরু করেন। তিনি ওয়েলসের একজন মহিলাকে বিয়ে করেন এবং সেখানে একজন সফল ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন।সাথে সাথে চলতে থাকে তাঁর সৎ অনুসন্ধান।এভাবে একক প্রচেষ্টায়, নিজের ইচ্ছায় তিনি সনাতন বৈদিক ধর্ম নিয়ে পড়তে শুরু করেন।এরপর চর্চা শুরু করেন এবং সেখানেই তিনি সত্য খুজে পান। তিনি বৈদিক ধর্ম গ্রহন করেন তাঁর নতুন নাম হয় অনিরুদ্ধ জ্ঞান শিখা।
কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ এবং ইসলামের অসারতা নিয়ে কথা বলা ও বই লেখার কারনে তাঁর নিজ জন্মস্থান পাকিস্তানে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করা হয় এবং তাঁকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

মৃত্যুদণ্ডের ফতোয়া মাথায় নিয়ে ২৫ নভেম্বর, ২০০৬ সালে তিনি ওয়েলসে মৃত্যু বরন করেন।

• তাঁর বিখ্যাত বই 'The Clash of Fundamentalisms' to his views and the reaction they provoked’ যার মুখবন্ধ লেখেন আরেক পাকিস্তানি বিখ্যাত চলচিত্রকার ও লেখক তারিক আলী। তাঁর অন্যান্য বই গুলো হলঃ Vedic Civilization,Islam: The Arab National Movement,Islam: Sex and Violence,Islam and Human Rights ,This is Jihad,Islam: The Arab Imperialism ,Eternity,Faith and Deception,Taxation and Liberty

• তাঁর সম্পর্কিত উইকি লিঙ্ক http://en.wikipedia.org/wiki/Anwar_Shaikh
• তাঁর একটি সাক্ষাৎকারের ভিডিও দেখুন এখানে http://www.youtube.com/watch?v=_HNNgKiGyWE

No comments:

Post a Comment

Labels

বাংলা (171) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী