শ্রীকৃষ্ণ এবং অর্জুন

শ্রীকৃষ্ণ এবং অর্জুন
অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। সে কথা তোমার মনে নেই, সবই আমার মনে আছে।

Tuesday, June 19, 2012

ইসলামী সন্ত্রাসকে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে মদদ দেয়



আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সহযোগিতা করা অভিযোগে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয় পাকিস্তানি চিকিত্সক শাকিল আফ্রিদির বিরুদ্ধে। এই অভিযোগে অভিযুক্ত করে পাকিস্তানের খাইবার অঞ্চলের একটি উপজাতীয় আদালত গত ২৪ মে শাকিলকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাঁর বিরুদ্ধে পরিচালিত এই গোপন বিচার শেষ করতে সময় লেগেছে মাত্র আড়াই মাস। অনেকের মতে, পাকিস্তানের আদালতের এসব রায় অনেক ক্ষেত্রে কর্তৃপক্ষের ইচ্ছায় হয়ে থাকে।

শাকিলের বিরুদ্ধে অভিযোগ, ওসামার ডিএনএ নমুনা সংগ্রহের উদ্দেশ্যে তিনি অ্যাবোটাবাদে একটি ভুয়া টিকাদান কর্মসূচি পরিচালনা করেন।
মূলধারার বিচারব্যবস্থাকে পাশ কাটিয়ে সীমান্তবর্তী অপরাধ আইন অনুসারে খাইবার অঞ্চলের উপজাতীয় আদালত পরিচালিত হয়। এই আদালতের অবিশ্বাস্য দ্রুত এ রায়ের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও তিক্ত হয়। পাকিস্তানের সুশীল সমাজের অনেকেই মনে করেন, পাকিস্তানে বছরের পর বছর ধরে মামলা চলার ইতিহাস রয়েছে। আবার কর্তৃপক্ষ চাইলে কোনো মামলার রায় বেশ দ্রুত হয়ে যায়—এমন নজিরও আছে। শাকিল আফ্রিদির ক্ষেত্রেও ঘটেছে তা-ই।
গত তিন বছরেরও বেশি সময় ধরে লস্কর-ই-তাইয়্যেবার (এইটি) তিন সদস্যর বিচার চলছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত বলে অভিযোগ করেছে ভারত। ওই হামলায় ১৬৬ ব্যক্তি নিহত হয়েছে। মুজাফফরাবাদের একটি জঙ্গি ঘাঁটিতে অভিযান চালিয়ে আসামি জাকি-উর রেহমান লাখভি, জারার শাহ ও আবু আল-কামাকে গ্রেপ্তার করা হয় এবং ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারি তাঁদের বিশেষ আদালতে হাজির করা হয়।
জামাত-উদ দাওয়ার (জেইউডি) প্রধান হাফিজ সাঈদকে এই মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হয়। কিন্তু ২০০৯ সালের ১৬ ফেব্রুয়ারি লাহোরের সন্ত্রাসবিরোধী একটি বিশেষ আদালত তাঁকে এই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন। পরে লাহোরের হাইকোর্টও তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে তাঁকে মুক্তি দেন। একই সঙ্গে আদালত রুল দিয়ে বলেন, জেইউডি কোনো নিষিদ্ধ সংগঠন নয়। তাই তারা পাকিস্তানে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সাঈদকে খালাস দেওয়ায় পাকিস্তানের সুশীল সমাজের অনেকেই হতাশ। জঙ্গিদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা এ ঘটনাকে ব্যর্থতা হিসেবেই দেখেছে। 
নাম প্রকাশ না করার শর্তে পেশোয়ার-ভিত্তিক এক আইনজীবী অভিযোগ করেন, জেইউডির প্রধানকে পাকিস্তানের কর্তৃপক্ষ কারাগারে রাখতে চায়নি। তাই তাঁর বিরুদ্ধে চলা মামলাটি কখনোই তারা গুরুত্বসহকারে নেয়নি। এ কারণেই তিনি মুক্তি পেতে সক্ষম হয়েছেন।
ওই আইনজীবী আরও বলেন, গত ২৪-২৫ মে পাকিস্তানের ইসলামাবাদে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে সাঈদের বিরুদ্ধে ভারত নতুন করে তথ্যপ্রমাণ দিয়েছে। তবে পাকিস্তান পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জঙ্গিদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের অনীহার একটি খারাপ নজির সৃষ্টি করেছে সাঈদের মুক্তির বিষয়টি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১৪ বছর কারা ভোগ করার আরেক ভয়ংকর জঙ্গি মালিক ইসহাককে ছেড়ে দেওয়া হয়।
তাঁর বিরুদ্ধে হত্যা ও জঙ্গিবাদের ৪৪টি অভিযোগ ছিল। এর মধ্যে ৩৪টি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে এবং বাকি ১০টি অভিযোগের মামলায় তিনি জামিন পেয়েছেন। তাঁর মুক্তিও পাকিস্তানে বিতর্কের জন্ম দিয়েছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলার মূল পরিকল্পনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
জঙ্গিদের ব্যাপারে পাকিস্তানের আদালতের এমন নমনীয় মনোভাবের উদাহরণ আরও অনেক রয়েছে। অভিযোগ রয়েছে, আসলে কর্তৃপক্ষ যেমনটা চায়, সে দেশের আদালত তেমনই রায় দেন। চিকিত্সক শাকিল আফ্রিদির মামলাটি এর জ্বলন্ত প্রমাণ। পেশোয়ারের ওই আইনজীবী বলেন, পাকিস্তানের কর্তৃপক্ষ শাকিলকে কারাগারেই রাখতে চেয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে দ্রুত রায় হয়েছে। ইন্ডিয়া টুডে অবলম্বনে।

No comments:

Post a Comment

Labels

বাংলা (171) বাংলাদেশে হিন্দু নির্যাতন (22) ethnic-cleansing (17) ভারতীয় মুসলিমদের সন্ত্রাস (17) islamic bangladesh (13) ভারতে হিন্দু নির্যাতন (12) : bangladesh (11) হিন্দু নির্যাতন (11) সংখ্যালঘু নির্যাতন (9) সংখ্যালঘু (7) আরব ইসলামিক সাম্রাজ্যবাদ (6) minority (5) নোয়াখালী দাঙ্গা (5) হিন্দু (5) hindu (4) minor (4) নরেন্দ্র মোদী (4) বাংলাদেশ (4) বাংলাদেশী মুসলিম সন্ত্রাস (4) ভুলে যাওয়া ইতিহাস (4) love jihad (3) গুজরাট (3) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন (3) বিজেপি (3) ভারতে অনুপ্রবেশ (3) মুসলিম বর্বরতা (3) হিন্দু নিধন (3) George Harrison (2) Julia Roberts (2) List of converts to Hinduism (2) bangladesh (2) কলকাতা (2) গুজরাট দাঙ্গা (2) বাবরী মসজিদ (2) মন্দির ধ্বংস (2) মুসলিম ছেলেদের ভালবাসার ফাঁদ (2) লাভ জিহাদ (2) শ্ত্রু সম্পত্তি আইন (2) সোমনাথ মন্দির (2) হিন্দু এক হও (2) হিন্দু মন্দির ধ্বংস (2) হিন্দু মুসলিম দাঙ্গা (2) Bhola Massacre (1) English (1) april fool. মুসলিম মিথ্যাচার (1) converted hindu celebrity (1) converting into hindu (1) dharma (1) facebook (1) gonesh puja (1) gujrat (1) gujrat riot (1) jammu and kashmir (1) om (1) religion (1) roth yatra (1) salman khan (1) shib linga (1) shib lingam (1) swami vivekanada (1) swamiji (1) অউম (1) অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা ২০০২ (1) অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী (1) অর্পিত সম্পত্তি আইন (1) আওরঙ্গজেব (1) আদি শঙ্কর বা শঙ্করাচার্য (1) আর্য আক্রমণ তত্ত্ব (1) আসাম (1) ইতিহাস (1) ইয়াকুব মেমন (1) উত্তরপ্রদেশ (1) এপ্রিল ফুল (1) ওঁ (1) ওঁ কার (1) ওঁম (1) ওম (1) কবি ও সন্ন্যাসী (1) কাদের মোল্লা (1) কারিনা (1) কালীঘাট মন্দির (1) কাশী বিশ্বনাথ মন্দির (1) কৃষ্ণ জন্মস্থান (1) কেন একজন মুসলিম কোন অমুসলিমের বন্ধু হতে পারে না? (1) কেন মুসলিমরা জঙ্গি হচ্ছে (1) কেশব দেও মন্দির (1) খ্রিস্টান সন্ত্রাসবাদ (1) গনেশ পূজা (1) গুজরাটের জঙ্গি হামলা (1) জাতিগত নির্মূলীকরণ (1) জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (1) জেএমবি (1) দেশের শত্রু (1) ধর্ম (1) ধর্মযুদ্ধ (1) নবদুর্গা (1) নববর্ষ (1) নালন্দা (1) নালন্দা বিশ্ববিদ্যালয় (1) নোয়াখালি (1) পঞ্চ দেবতার পূজা (1) পহেলা বৈশাখ (1) পহেলা বৈশাখ কি ১৪ এপ্রিল (1) পাকিস্তানী হিন্দু (1) পূজা (1) পূজা ও যজ্ঞ (1) পূজার পদধিত (1) পৌত্তলিকতা (1) ফেসবুক (1) বখতিয়ার খলজি (1) বরিশাল দাঙ্গা (1) বর্ণপ্রথা (1) বর্ণভেদ (1) বলিউড (1) বাঁশখালী (1) বিহার (1) বুদ্ধ কি নতুন ধর্ম প্রচার করেছেন (1) বৈদিক ধরম (1) বৌদ্ধ দর্শন (1) বৌদ্ধ ধর্ম (1) ভারত (1) মথুরা (1) মরিচঝাঁপি (1) মানব ধর্ম (1) মিনি পাকিস্তান (1) মীরাট (1) মুক্তমনা (1) মুক্তিযুদ্ধ (1) মুজাফফরনগর দাঙ্গা (1) মুম্বাই ১৯৯৩ (1) মুলতান সূর্য মন্দির (1) মুলায়ম সিং যাদব (1) মুসলিম তোষণ (1) মুসলিম ধর্ষক (1) মুসলিমদের পুড়ে মারার ভ্রান্ত গল্প (1) মুহাম্মদ বিন কাশিম (1) মূর্তি পুজা (1) যক্ষপ্রশ্ন (1) যাদব দাস (1) রথ যাত্রা (1) রথ যাত্রার ইতিহাস (1) রবি ঠাকুর ও স্বামীজী (1) রবি ঠাকুরের মা (1) রবীন্দ্রনাথ ও স্বামীজী (1) রবীন্দ্রনাথ ঠাকুর (1) রিলিজিওন (1) রুমি নাথ (1) শক্তিপীঠ (1) শঙ্করাচার্য (1) শিব লিংগ (1) শিব লিঙ্গ (1) শিব লিঙ্গ নিয়ে অপপ্রচার (1) শ্রীকৃষ্ণ (1) সনাতন ধর্ম (1) সনাতনে আগমন (1) সাইফুরস কোচিং (1) সালমান খান (1) সোমনাথ (1) স্বামী বিবেকানন্দ (1) স্বামীজী (1) হিন্দু ও বৌদ্ধ ধর্ম (1) হিন্দু জঙ্গি (1) হিন্দু ধর্ম (1) হিন্দু ধর্ম গ্রহন (1) হিন্দু বিরোধী মিডিয়া (1) হিন্দু মন্দির (1) হিন্দু শিক্ষার্থীদের মগজ ধোলাই (1) হিন্দুধর্মে পৌত্তলিকতা (1) হিন্দুরা কি পৌত্তলিক? (1) ১লা বৈশাখ (1) ১৯৭১ (1)

সাম্প্রতিক মন্তব্য

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সর্বোচ্চ মন্তব্যকারী